অনলাইনে জন্ম সনদ আবেদন (পার্ট-১)


 আসসালামু আলাইকুম, 


আশা করি ভলো আছেন সবাই। 



বর্তমান সময়ে,  চাকরি, স্কুল- কলেজ, অফিস, সকল জায়গাতেই ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। কেননা, পুরাতন পদ্ধতিতে যেসকল জন্ম নিবন্ধন তৈরী হয়েছে সেগুলো অনলাইনে তালিকা ভুক্ত নয়। যেহেতু সময়ের সাথে সকল কিছু আধুনিক হচ্ছে,  সেই সাথে জন্ম নিবন্ধনও আধুনিক হয়েছে। তাছাড়া, পুরাতন জন্ম নিবন্ধন গুলো প্রচুর পরিমানে নকল করা হতো আর এগুলো সহজে ধরাও যেতো না। কিন্তু,  অনলাইন জন্ম নিবন্ধন গুলো যে কোনো জায়গায় যে কেউ চেক করতে পারে। যা হোক আসল কথায় আসি। 




কোনো জন্ম নিবন্ধন অনলাইনে করতে চাইলে সবার আগে www.bdris.gov.bd তে যেতে হবে। 






তারপর, থ্রি ডট মেনুতে ক্লিক করুন। 



জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করুন। 



সেখান থেকে জন্ম সনদের আবেদন করার অপশনটি বেছে নিন।





নতুন জন্ম নিবন্ধনের আবেদন অপশনটিতে ক্লিক



করুন। 



নিচে ডান দিকে কোনায়,  পরবর্তী অপশনটিতে ক্লিক করুন। 




তারপর যা যা তথ্য প্রয়োজন তা সতর্কতার সঙ্গে সঠিক ভাবে পুরন করে আবেদন করে নিন। 




আর কিভাবে কাগজটি হাতে পাবেন বিস্তারিত পরবর্তী পোস্টে  যানাবো 



সাথেই থাকুন................. পরবর্তী পার্ট অতি তাড়াতাড়িই দেওয়া হবে। ধন্যবাদ........... 




1 Comments

Previous Post Next Post