আসসালামু আলাইকুম,
excellentnews.blogspot.com এ স্বাগতম।
আশা করি সবাই অনেক ভালো আছেন।
দিন যতোই যাচ্ছে তথ্য ও প্রযুক্তি ক্ষাতে ততো বেশি উন্নয়ন ঘটছে। একটা সময় ছিলো যখন, মানুষ খুব একটা ইন্টারনেট ব্যবহার করতো না। কিন্তু সময়টা এখন এমন হয়ে গেছে যে একটা দিনও আমরা ইন্টারনেট ব্যবহার ছাড়া চলতে পারি না। কিন্তু সিম কোম্পানির ইন্টারনেটের দাম অনেকটা বেশি। তাই সবাই ওয়াইফাই ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, ওয়াইফাই সংযোগ নেওয়ার ক্ষেত্রে এক কালীন খরচ অনেকটা বেশি। কেননা, রাউটার গুলোর দাম অনেকটাই বেশি। ভালো মানের একটি রাউটার কিনলে কমপক্ষে ১৫০০ টাকা লাগে। কিন্তু, আজকে খুবই কম দামে সবচেয়ে সেরা একটি রাউটার নিয়ে কথা বলব।
রাউটারটি (MI) শাওমি ব্র্যান্ডের।
রাউটারটির নামঃ MI Router 4C
রাউটারটির বাজার মূল্য মাত্রঃ ৮০০ টাকা।
রাউটারটির বিস্তারিত ফিচার্স গুলোঃ- https://www.mi.com/global/mi-router-4c/specs
ফিচারস গুলো আমার সাইটেই দিতে পারতাম। কিন্তু, আপনাদের সত্যটা ভালোভাবে জানানোর জন্য সরাসরি অফিসিয়াল শাওমির সাইটটিই দিলাম।
সাথেই থাকুন........ নতুন সব আপডেট পেতে।