করোনা ভাইরাসের ভ্যাক্সিন নিবন্ধন করুন মোবাইলে!

 



আসসালামু আলাইকুম, 



আশা করি সবাই অনেক ভালো আছেন। 


করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ তায়ালার অশেষ রহমতে, করোনা ভাইরাসের ভ্যাক্সিন অনেক আগেই আবিষ্কার করা হয়ে গেছে। বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনা ভাইরাসের ভ্যাক্সিন দিচ্ছে। কিন্তু তার জন্য অবশ্যই ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করতে হবে। কিভাবে নিজের নিবন্ধন নিজেই করবেন, তাই আজকে জানাবো। 


চলুন শুরু করা যাক.......... 




নিবন্ধন করার জন্য  সবার আগে www.surokkha.gov.bd তে যেতে হবে। 



তারপর, থ্রি ডট মেনুতে ক্লিক করুন। 



সেখান থেকে নিবন্ধন অপশনে ক্লিক করুন। 




তারপর জাতীয় পরিচয়পত্র অপশনে ক্লিক করুন। 





তারপর, নির্বাচন করুন অপশনে ক্লিক করে, নাগরিক নিবন্ধন (১৮ ও তদুর্ধ) অপশনটি সিলেক্ট করুন। 





তারপর, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে ক্যাপচা পুরন করুন। 



অতঃপর আপনার মোবাইলের যে নম্বরটি ব্যাবহার করেছেন তাতে একটি OTP কোড যাবে। 


কোডটি দিয়ে, নিবন্ধন সম্পন্ন করুন। 


এরপর আপনার নিবন্ধন কার্ডটি আসবে সেটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে।  



ধন্যবাদ! সবাইকে সাথে থাকার জন্য 

Previous Post Next Post