অসাধারণ একটি গজল!

 



  ভালোবাসি

  ইয়াসিন আরাফাত 



ভালোবাসি = = = = =(৪বার)

শুধু তোমাকে আমি (২) 

তুমিতো প্রিয় নবি 

তুমিতে ধ্যানের ছবি

তোমাকে কি না ভালোবেসে

থাকা যায় বল 

ভালোবাসি= = = = = =(৪ বার)

মান আহাব্বালিল্লাহ  

ওয়ামান আবগ্বদা লিল্লাহ  

ওয়াতা লিল্লাহ, অমানাহ লিল্লাহ 

ফাকদ ইাসতাকমাল আল ঈমান। 

ভালোবাসি প্রিয় ভালােবাসি।

ভালোবাসি তোমাকে হে প্রিয় নবি। ভালোবাসি তােমাকে হে প্রিয় ফুল। ভালােবাসি = = = = = =(৪বার)

তোমাকে নিয়ে আমি কত ছবি আকি তোমাকে নিয়ে আমি কত কবিতা লিখি ভালােবাসি তোমাকে 

শুধু ভালোবাসি প্রিয় 

তুমিতো প্রিয় নবি 

তুমিতাে ধ্যানের ছবি তোমাকে কি না ভালােবেসে

 থাকা যায় বলো(২বার) 




অসাধারণ এই গজলটি লিখেছেন মোঃ ইয়াসিন আরাফাত।  সকালেই তার জন্য দোয়া করবেন। 

Previous Post Next Post