আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আজ তুলে ধরব আজব একটি তথ্য। বিষয়টি অবাক করার মতো হলেও সম্পুর্ন সত্য।
কাজেই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
সম্প্রতি ইন্টারনেট জগতে ভাইরাল বিষয়, একটি কুমড়া পাওয়া গেছে যার ওজন ৩৯ মন।
১৬ অক্টোবর ২০২১ ইতালির শহর পিসার কাছে পেকিগুলিতে কুমড়া উৎসবে কুমড়া প্রদর্শনের জন্য নিয়ে আসা স্টেফানেরকুমড়া গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়।
স্টেফানাের কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড বা
১ হাজার ২২৬ কেজি,
যা প্রায় ৩১ মন।
পরে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ওজনে কুমড়া হিসেবে স্টেফানাের কুমড়াটিকে স্বীকৃতি দেয়।
আশা করি পোস্টটি ভালো লেগেছে। এমন সব নিত্য নতুন আপডেট পেতে excellent news এর সাথেই থাকুন