ফ্রী কল করুন যে কোনো নম্বরে যতো খুশি ততো!

 আসসালামু আলাইকুম। 



আশা করি মহান আল্লাহ তায়ালা অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালা অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য এনেছি বিশেষ সারপ্রাইজ। মোবাইল ফোনে কম হোক বা বেশু হোক আমরা সবাই কথা বলো থাকি। আর এখন অনলাইন এর যুগ, ইন্টারনেট ব্যবহার করে খুব কম খরচে আমরা কথা বলতে পারি। সিম কার্ডের সাহায্যে কথা বলার চেয়ে অনলাইনে কথা বলার ক্ষেত্রে খরচ অনেক কম হয়ে থাকে। যেমন আপনি চিন্তা করে দেখুন। ধরে নিন আপনি বাংলালিংক ইউজার এবং ১৮ টাকা দিয়ে ১ জিবি ইন্টারনেট কিনলেন। এই ১ জিবি ইন্টারনেট ব্যবহার করে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন। কিন্তু এই একই ১৮ টাকা দিয়ে সরাসরি সিম কার্ডের সাহায্যে কথা বলার কথা চিন্তা করলে খুব বেশী সময় কথা বলতে পারবেন না। কারন এ ক্ষেত্রে খরচ অনেক বেশী হবে। 


তাছাড়া, ধরে নিন আপনার বন্ধু বা কাছের কোনো মানুষ বাইরে আছে এবং তার মোবাইলে কোনো ইন্টারনেট সংযোগ নেই। আবার আপনার ফোনে কোনো ব্যালেন্স নেই তবে ইন্টারনেট সংযোগ আছে। তাহলে আপনি কিভাবে ফোনে ব্যালেন্স না থাকার পরেও আপনার বন্ধুর সাথে বা পরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করবেন? 


আজকে মুলত এ বিষয়েই কথা বলবো। 


অনেক কথা বলে ফেললাম। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক।  


এই সুবিধা টি ব্যবহার করতে হলে আপনার মোবাইলে আবশ্যই একটি এপস ইনস্টল থাকতে হবে। এই এপস টি গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। 


এপস টি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরের সার্চ বারে লিখতে হবে 

"Just call" 


লিখার পরে নিচের ছবিতে দেওয়া এপটিতে ক্লিক করুন ও ইন্সটল করুন। ইন্সটল করা হলে এপটি ওপেন করুন।  



ওপেন করার পর নিচের দেওয়া ছবির মতো স্ক্রিন আসবে। 



তারপর Start Now বাটনে ক্লিক করুন। 


এরপর continue with phone number এ ক্লিক করুন। 





এরপর নিচে দেওয়া স্ক্রিন শর্টের মতো পেজ আসলে উপরের দিকের কোনায় পতাকার যে আইকন টি আছে তাতে ক্লিক করে বাংলাদেশ সিলেকট করুন। এরপর আপনার নাম্বার টি দিয়ে continue তে ক্লিক করুন। 









তারপর আপনার মোবাইলে যে নাম্বার টি দিয়েছেন তাতে একটি কোড আসবে কোডটি টি দিয়ে নাম্বার ভেরিফাই করুন। 


ভেরিফাই করার পর নিচের স্ক্রিনশট এর মতো একটা পেজ আসবে যেখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ড সেট করে Done এ ক্লিক করুন। 










এবার আপনার সব কাজ শেষ এখন শুরু হয়ে যান সিম কার্ডে টাকা না থাকা সত্তেও কথা বলার জন্য। 


তবে হ্যাঁ। এখানে সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে ক্রেডিট ব্যবহার করতে হবে। এই ক্রেডিট গুলো আপনি ফ্রী তে নিতে পারেন। আবার টাকা দিয়েও নিতে পারেন। কিন্তু আমারা ফ্রী তেই নিবো। ফ্রীতে নেওয়ার জন্য আমাদের ছোট ছোট কয়েকটি এড দেখতে হবে। এভাবে ৩৬০ ক্রেডিট দিয়ে আমরা ১ মিনিট কথা বলতে পারবো।  



ফ্রীতে কল করার জন্য নিচের দিকে ডায়াল প্যাড অপশনে ক্লিক করুন। এরপর উপরের দিকের কোনায় পতাকার মতো আইকন হতে বাংলাদেশ সিলেক্ট করুন। 


 







তারপর আপনার যে নম্বরে কল করতে হবে সেই নম্বর টাইপ করে কল করতে পারেন। এছাড়াও এই এপসটি আরোও নানা ধরনের সুবিধা দিচ্ছে। 


পরিশেষে যা বলতে চাই, এই আর্টিক্যালটি আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে। আমার লেখায় কোনো ভুল-ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আর এই এপস এর সাহায্যে এখনো ফ্রীতে কল করা যাচ্ছে আশা করি আপনাদের কাজে লাগবে। 



সবাই ভলো থাকুন সুস্থ থাকুন। আপনার মুল্যবান সময় দিয়ে পোস্ট টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 



Related searches



Previous Post Next Post